ঢাকা: এক ইঞ্চি খালও দখল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, রাজধানীর সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করা হবে। এসব খালে নৌযান চলাচলেরও ব্যবস্থা করা হবে।
আজ রাজধানীর ধোলাইপাড় এলাকার কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র।
খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ জানিয়ে তিনি আরও বলেন, খাল দখলদাররা যে মতাদর্শের লোকই হোক না বা যে দলেরই হোক না কেন, তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।