বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১০:২৭:১৫

হাউ-মাউ করে কেঁদে ওঠেন তাবলিগের মুরব্বিরা

হাউ-মাউ করে কেঁদে ওঠেন তাবলিগের মুরব্বিরা

নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমা ও তাবলিগ জামাতের চলমনা সংকট নিরসনে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাবলিগের শীর্ষ মুরব্বিদের এক অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি হয়। তাদের চোখের পানিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবেশ ভারী হয়ে ওঠে। হাউ-মাউ করে কেঁদে ওঠেন সাথীরা।

দীর্ঘ দিন ধরে সংকটের কারণে বন্ধ থাকে তাবলিগ জামাতের দাওয়াতে দ্বীনের এ মেহনতি কাজ। গতকালের বৈঠেকে জমাট বাধা বরফ গলে এক সঙ্গে ইজতেমার আয়োজন করার সিদ্ধান্তে পৌছেন উভয় পক্ষের মুরব্বিরা। ভুলে যান দীর্ঘদিনের ক্ষোভ ও মান-অভিমান।

দীর্ঘ দিনের মতানৈক্য ভুলে তাবলিগ জামাতের দুই শুরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম পরস্পরের সঙ্গে মুসাফা করেন এবং বুকে বুক মিলিয়ে চোখের পানি ফেলেন। আর এতে উপস্থিত তাবলিগের সাথী ও শুভাকাঙ্খীরা হাউ-মাউ করে কাঁদতে থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে