রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯, ০৩:৪২:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে গাড়িতে বসে আপত্তিকর কাজ, শ্রীঘরে চালক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে গাড়িতে বসে আপত্তিকর কাজ, শ্রীঘরে চালক

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনে মাইক্রোবাসে বসে ছাত্রীদের দেখিয়ে দেখিয়ে আপত্তিকর কাজ করার সময় বহিরাগত এক চালককে আটক করে থানায় দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল করিম। গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার হোসনাবাদে। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চুক্তিভিত্তিক গাড়ি চালান।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী জানান, এক মাইক্রোবাস চালককে শিক্ষার্থীরা মারধর করে গাড়িসহ পুলিশে দিয়েছে। বর্তমানে সে শাহবাগ থানায় রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. তানভীর হাসান সৈকত বলেন, ওই চালক মাইক্রোবাসের মধ্যে নগ্ন অবস্থায় আপত্তিকর কাজে লিপ্ত ছিলেন। সে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গাড়ির মধ্য থেকে ডাকতে থাকেন। তখন ওই ছাত্রীরা পা থেকে জুতা খুলে ড্রাইভারকে দেখায়।

বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে যায়। তখন ওই ড্রাইভার দ্রুত মাইক্রোবাস চালিয়ে সটকে পড়ার চেষ্টা করেন। এ সময় আমরা তার গতিরোধ করি এবং প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে পুলিশে তুলে দেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বর্তমানে ওই চালক ও গাড়িটি শাহবাগ থানায় আছে। পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে