মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪:০৬

কি যুগ আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গারা-সামুচা নিয়ে গর্ব করতে হচ্ছে!

কি যুগ আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গারা-সামুচা নিয়ে গর্ব করতে হচ্ছে!

আমিনুল ইসলাম: শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, "দশ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গারা, একটি চপ ও একটা সামুচা পাওয়া যায়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব ও ঐতিহ্য।"

আমি তার এই কথা শুনে খুব একটা অবাক হই'নি; অবাক হয়েছি অন্য কারণে! ভদ্রলোক তো বলেছেন, সে এক ব্যাপার! তিনি অতীতে এর চাইতেও আজব কথা বলেছেন!

অবাক হয়ে ওই ভিডিও'তে আমি যেটা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে- তিনি এই কথা বলার পর উপস্থিত সবাই সে-কি হাত তালি! এটা অবশ্য'ই একটা ভালো এবং অতি ভালো ব্যাপার যে আমাদের বিশ্ববিদ্যালয় গুলো'তে অনেক কম টাকায় খাবার পাওয়া যায়!
তবে অবাক হলাম এই উপাচার্য কিংবা সেখানে উপস্থিত কেউ এটা বুঝতে পারল না- একটা বিশ্ববিদ্যালয়ের গর্ব কিংবা ঐতিহ্য কখনো সিঙ্গারা, চপ, সামুচায় হয় না! গর্ব করা যায়, সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা'র মান, গবেষণার মান কিংবা ছাত্র-ছাত্রী, শিক্ষকদের মান দিয়ে!

কি যুগ আসলো, আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়'কে এখন সিঙ্গারা, চপ, সামুচা নিয়ে গর্ব করতে হচ্ছে!

(ফেসবুক থেকে সংগৃহীত)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে