নিউজ ডেস্ক: বিনা দোষে তিন বছর কারাভোগের পর সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নিরপরাধ জাহালম।
দুর্নীতির সব মামলায় তাকে অব্যাহতি দিয়ে দুদকের খরচে রোববার (৩ ফেব্রুয়ারি) মুক্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
একইসাথে নির্দোষ জাহালমের ৩ বছর ধরে সাজা খাটা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন আদালত। আদালত বলেন, আরেকটি জজ মিয়া নাটক হচ্ছে।
রাতের অন্ধকারে ঘন কুয়াশায় মোবাইলের আলো দূর থেকে দেখে ছুটে এলেন মা মনোয়ারা।
জাহালমকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে জড়িয়ে ধরলেন মনোয়ারা। জাহালমের কপালে চুমু দিয়ে চিৎকার দিয়ে বলে উঠলেন- ‘কার মাথায় বাড়ি দিছিলাম যে আমার এত বড় সর্বনাশ করেছিল।’
কারাগার থেকে ভাই শাহানূরের সঙ্গে ভোররাত ৪টায় গ্রামের বাড়িতে যায় জাহালম।
আহাজারি করেন জাহালমের ভাইবোন ও স্বজনরাও। শেষে জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলা হয়।