নিউজ ডেস্ক ১২ ঘন্টার মধ্যেই সরে গেল গুলিস্তানের সেই ময়লার ডাস্টবিন! গতকাল ব্যারিস্টার সুমনে গন্ধযুক্ত ডাস্টবিনে নেমে বাচ্চাদের বাঁচানোর আহবান জানালেন। ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমি যেখানে দাঁড়াইয়া আছি সেইটা একটা ময়লার ডাস্টবিন। এইটা ডাস্টবিন থাকতেই পারে। কিন্তু আমি এ কারণে লাইভে আসলাম এইটা একটা প্রাইমারি স্কুলের সামনে। একদমক মেইন গেইটের সামনে।
তিনি বলেন, ‘১৫০০ বাচ্চা যে স্কুলএ পড়াশোনা করে, তাদের মুখে গেইটে ডাস্টবিনটা আছে। আমি জজকোর্ট থেকে হাইকোর্ট যাওয়ার পথে গুলিস্তানে সৈয়দ নজরুল ইসলাম সড়কের সামনে নেই ডাস্টবিনটা পাবেন।’
এদিকে সুমনের ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নজরে আসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের।
পরে তার নির্দেশে সিটি কর্পোরেশনের কর্মচারীরা আজ সোমবার সকাল ৭টার মধ্যে সেই ময়লার ডাস্টবিনটি সরিয়ে নিয়ে স্কুলের সামনের জায়গাটি পরিষ্কার করে দিয়েছে।