নিউজ ডেস্ক: রাজধানীর মিন্টো রোডে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলো শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ নামে এক জঙ্গি।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিটিটিসি’র ছয় তলা ভবন থেকে লাফ দিলে বৈদ্যুতিক তারের ওপর বাড়ি খেয়ে নিচে পড়ার সময় তার পায়ের কিছু অংশ পুড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত। সে নব্য জেএমবির সদস্য বলে জানা গেছে।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘ওই আসামি রিমান্ডে ছিল। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে দৌড়ে গিয়ে ছয় তলা থেকে লাফ দেয়।’
‘তার বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালানোর চেষ্টার জন্য পুলিশ আইনের ২২৪ ধারায় আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
সূত্র: সময়নিউজ.টিভি