নিউজ ডেস্ক: কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসা মানুষের ভিড়ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন রাজধানীবাসী। বৃহস্পতিবার একুশের প্রথম প্রহর থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শিশু-যুবক-বৃদ্ধ থেকে শুরু করে শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ভিড়কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন তারা।
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে মানুষের ভিড়কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গাইতে গাইতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢাকাবাসীএর আগে রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাখা হচ্ছে হাতে তৈরি শহীদ মিনারঢাকা আইডিয়াল কলেজ থেকে শ্রদ্ধা জানাতে আসা শিক্ষার্থী রাজিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ভাষা আমাদের অহংকার। এই ভাষার স্বীকৃতির জন্য অনেকেই বহু ত্যাগ স্বীকার করেছেন। আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।’