বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৬:২৮:৩৬

বডি স্প্রের বোতলগুলো বাজি-পটকার মতো ফুটতে শুরু করে

বডি স্প্রের বোতলগুলো বাজি-পটকার মতো ফুটতে শুরু করে

নিউজ ডেস্ক:  রাজধানী চকবাজারের আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা: সোহেল মাহমুদ বেলা সাড়ে এগারটায় এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তারা ৭৮টি লাশ পেয়েছেন।

এর আগে পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ৭০ জনের লাশ উদ্ধার হয়েছে এবং আরো লাশ থাকতে পারে।

ঘটনাস্থলের চুড়িহাট্টা শাহী মসজিদ সংলগ্ন মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে সেই বিভৎস মুহুর্তের কিছুটা আঁচ পাওয়া যায়। তিনি জানান, আশেপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মসজিদটি অক্ষত থাকে। আগুনের কারণে মসজিদের গ্লাসগুলো ভেঙ্গে যাওয়া ছাড়া বড় ধরণের কোন ক্ষতির সন্মুখীন হতে হয়নি।

এছাড়া মসজিদটি থেকে পানি দেয়ার ফলে আগুন নিয়ন্ত্রণ অনেকটা সহজ হয়েছে।

হঠাৎ বিস্ফোরণের পর মুহুর্তেই আগুন লেগে যায়। বিস্ফোরণস্থল থেকে ২৫-৩০ হাত দূরে থাকা তিনি বলেন, এসময় আগুন কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়লে সেখানে থাকা বডি স্প্রের বোতলগুলো বাজি-পটকার মতো ফুটতে শুরু করে। এতে আগুন আর আতঙ্ক একই সাথে ছড়িয়ে পড়ে।

পরে, জীবন বাঁচাতে মসজিদের ছাদে আশ্রয় নেন কোমলমতি ছাত্রদেরকে নিয়ে। আগুন আশপাশের বিল্ডিংয়ে ছডিয়ে পড়লেও রক্ষা পায় মসজিদ ও একই ভবনে অবস্থিত মাদ্রাসাটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে