নিউজ ডেস্ক: চকবাজারে আগুনে পুড়ে ৭৮ জন নিহত হওয়ার ঘটনায় স্বান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এই ভয়াবহ ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উদ্ধারকারীরা। নিজেদের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন অসংখ্য প্রাণ। চালিয়ে গেছেন লড়াই দীর্ঘ সময়। এই লড়াই শেষে দমকল বাহিনীর সদস্যরা নিজেদের গাড়ির ওপরেই ঘুমিয়ে পড়ে।
এমন দৃশ্য সম্বলিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাদের শ্রদ্ধা জানাচ্ছেন নেটিজেনরা। এর আগে মাশরাফিও এই বীরদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। হতাহতদের জন্য প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জানি, তাদের পরিবারের জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।'
এই ভয়াবহ ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উদ্ধারকারীরা। নিজেদের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন অসংখ্য প্রাণ। তাই তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মাশরাফির, 'ফায়ার সার্ভিস ও অন্য যারা জীবন বাজি রেখে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, তারা অবশ্যই ধন্যবাদের আশায় কিছু করেননি, তবু তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।'