নিউজ ডেস্ক: জীবনের প্রথম পুরান ঢাকার চকবাজারে গিয়েছিলেন সদ্য এমবিবিএস (ডেন্টাল) পাস করা ডা. আশরাফুল হক রাজন। উদ্দেশ্য ছিল চিকিৎসক বন্ধু ইমরোজ ইমতিয়াজ রাসুর চেম্বার পুরান ঢাকার চকবাজারের মদিনা ডেন্টাল ক্লিনিকে ব্যবহারিক কাজ শেখা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেখানে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাশ হয়ে ফিরলেন তিনি।
শুধু রাজন নন তার সঙ্গে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বন্ধু রাসু ও ক্লিনিক মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউছার আহম্মেদ।
রাজনের মৃত্যুর খবর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে পৌঁছলে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার রাতে তার প্রিয় ক্যাম্পাস বাংলাদেশ মেডিকেল কলেজে প্রথম জানাজা ও শুক্রবার ফরদাবাদে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম শুক্রবার দুপুরে সমবেদনা জানাতে নিহতের বাড়িতে যান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আশরাফুলের বাবা জামশেদ মিয়া বলেন, আমার ইচ্ছা ছিল ছেলে ডাক্তার হয়ে গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে। ডাক্তারি পাস করে ব্যবহারিক কাজ শিখতে বন্ধুর চেম্বারে গিয়েছিল। কিন্তু আগুন আমার ছেলেকে কেড়ে নিল।