নিউজ ডেস্ক: বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী বলেছেন, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইট ছিনতাইচেষ্টার অভিযোগে নিহত যুবক পলাশের হাতে সত্যিকার নাকি খেলনা পিস্তল ছিলো, তা আদৌ ওয়াকিবহাল না।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের চামেলিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, পলাশ ঠাণ্ডা মাথার ছিনতাইকারী। বিমানে গুলি বিনিময় হয়েছে সেনাবাহিনীর জিওসির এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা আমাদের জানা নেই। তবে ওই যুবক অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ছিল। তার সিট নম্বর ১৭/এ। তার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানতে পেরেছি।
এ ঘটনা দেশের এভিয়েশনখাতে কোনো সংকট সৃষ্টি করবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা ইতিবাচক সংবাদ প্রকাশ করুন। এ দেশ, এ বিমানবন্দর আপনাদেরই। অতএব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক সংবাদ পৌঁছে ক্ষতি হয়, এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না।