নিউজ ডেস্ক : ঢাকার জেলা ও দায়রা জজ আদালত ভবনের লিফট ছিঁড়ে পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবীসহ আহত ১২ জন। এ ঘটনায় কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা আইনজীবী সমিতির স্থগিত হওয়া দ্বিতীয় দিনের ভোট চলাকালে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জেলা জজ আদালতের পুরনো ভবনে দুর্ঘটনাটি ঘটে। এর জন্য আইনজীবী সমিতির ও পিডাব্লিউডির প্রকৌশলীদের অবহেলাকেই দায়ী করছেন সাধারণ আইনজীবীরা।
আদালতের নাজির তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিফটম্যানসহ মোট ১২জন গুরুতর আহত হয়েছেন। ১১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
তিনি জানান, এর কারণ উদ্ঘাটন করার লক্ষ্যে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।