ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিষ্ঠা হয় ১৯২২ সালে। তবে ১৯৫৩ সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ডাকসুর নিবার্চন অনুষ্ঠিত হয়। এরআগে অবশ্য ভিপি-জিএস মনোনীত হতেন। ১৯৫৩ সালেই প্রথম সাধারণ শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পায়।
তবে দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। তার আগে জেনে নেই বিগত বছরগুলোতে ভিপি-জিএস পদে কারা নির্বাচিত হয়েছিলেন।
* ১৯২২-২৩ শিক্ষাবর্ষে ডাকসুর প্রথম ভিপি হন মমতাজ উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক (জিএস) হন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত।
* ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে ভিপি হন মমতাজ উদ্দিন আহমেদ। জিএস হন এ কে মুখার্জি (ভারপ্রাপ্ত এ বি রুদ্র)।
* ১৯২৮-২৯ শিক্ষাবর্ষে ভিপি হন এএম আজহারুল ইসলাম। জিএস হন এস চক্রবর্তী।
* ১৯২৯-৩২ শিক্ষাবর্ষে ভিপি হন রমণী কান্ত ভট্টাচার্য। যৌথভাবে জিএস হন কাজী রহমত আলী ও আতাউর রহমান।
* ১৯৩২-৩৩ ও ১৯৩৩-৩৪ শিক্ষাবর্ষে জিএস হন ভবেশ চক্রবর্তী।
* ১৯৩৫-৩৬ ও ১৯৩৬-৩৭ শিক্ষাবর্ষে জিএস হন এ এইচ এম এ কাদের।
* ১৯৩৮-৩৯ শিক্ষাবর্ষে জিএস হন আব্দুল আওয়াল খান।
* ১৯৪১-৪২ শিক্ষাবর্ষে জিএস হন আব্দুর রহিম।
* ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে ভিপি হন আহমদুল কবির (ভারপ্রাপ্ত ফরিদ আহমেদ)। জিএস হন সুধীর দত্ত।
* ১৯৪৬-৪৭ শিক্ষাবর্ষে ভিপি হন ফরিদ আহমেদ। জিএস হন সুধীর দত্ত।
* ১৯৪৭-৪৮ শিক্ষাবর্ষে ভিপি হন অরবিন্দ বোস। জিএস হন গোলাম আযম (যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত)।
* ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষে ভিপি হন এস এ বারী। জিএস হন জুলমত আলী খান (ভারপ্রাপ্ত ফরিদ আহমেদ)।
* ১৯৫৪-৫৫ ও ১৯৫৫-৫৬ শিক্ষাবর্ষে ভিপি হন নিরোদ বিহারী নাগ। জিএস হন আব্দুর রব চৌধুরী।
* ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষে ভিপি হন একরামুল হক। জিএস হন শাহ আলী হোসেন।
* ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ভিপি হন বদরুল আলম। জিএস হন ফজলী হোসেন।
* ১৯৫৮-৫৯ শিক্ষাবর্ষে ভিপি হন আবুল হোসেন। জিএস হন এ টি এম মেহেদী।
* ১৯৫৯-৬০ শিক্ষাবর্ষে ভিপি হন আমিনুল ইসলাম তুলা। জিএস হন আশরাফ উদ্দিন মকবুল।
* ১৯৬০-৬১ শিক্ষাবর্ষে ভিপি হন বেগম জাহানারা আক্তার। জিএস হন অমূল্য কুমার।
* ১৯৬১-৬২ শিক্ষাবর্ষে ভিপি হন এস এম রফিকুল হক। জিএস হন এনায়েতুর রহমান।
* ১৯৬২-৬৩ শিক্ষাবর্ষে ভিপি হন শ্যামাপ্রসাদ ঘোষ। জিএস হন কে এম ওবায়েদুর রহমান।
* ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে ভিপি হন রাশেদ খান মেনন। জিএস হন মতিয়া চৌধুরী।
* ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে ভিপি হন বোরহানউদ্দিন। জিএস হন আসাফউদ্দৌলা।
* ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ভিপি হন ফেরদৌস আহমেদ কোরেশী। জিএস হন শফি আহমেদ।
* ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে ভিপি হন মাহফুজা খানম। জিএস হন মোরশেদ আলী।
* ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে ভিপি হন তোফায়েল আহমেদ। জিএস হন নাজিম কামরান চৌধুরী।
* ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে ভিপি হন আ স ম আবদুর রব। জিএস হন আব্দুল কুদ্দুস মাখন।
* ১৯৭২-৭৩ থেকে ১৯৭৯ শিক্ষাবর্ষে ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম। জিএস হন মাহবুব জামান।
* ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না। জিএস হন আখতারুজ্জামান।
* ১৯৮২-৮৩ শিক্ষাবর্ষে ভিপি হন আখতারুজ্জামান। জিএস হন জিয়া উদ্দীন আহমেদ বাবলু।
* ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। জিএস হন মুসতাক হোসেন।
* ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ভিপি হন আমানউল্লাহ আমান। জিএস হন খায়রুল কবীর খোকন।
উল্লেখ্য, তালিকাটি ডাকসু সংগ্রহশালা থেকে নেওয়া। কয়েকটি শিক্ষাবর্ষে ভিপির নাম পাওয়া যায়নি।