মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ১০:৫৫:৩৬

শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুরুল হক নুর

শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুরুল হক নুর

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক হাজার ৯৩৩ ভোট বেশি পেয়ে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১১০৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ও হল সংসদ নির্বাচনের ভোট সোমবার অনুষ্ঠিত হয়।

এদিকে, নুরকে ভিপি ঘোষণার পর সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা সেখানে ফল মানি না বলে স্লোগান দেন। এছাড়া ‘নুরের চামড়া তুলে নেবো আমরা’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন তারা। এসময় অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়। পরে তারা ভিসির বাসভবনের সামনে মিছিল নিয়ে জড়ো হন।

নুরুল হক নুর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিতি পান। নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে