মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ১২:৫৫:১১

ভিপি পদে হারার কারণ জানাল ছাত্রলীগ

ভিপি পদে হারার কারণ জানাল ছাত্রলীগ

নিউজ ডেস্ক : ডাকসু নির্বাচনে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে ওই পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্রলীগ।

সোমবার দিবাগত রাতে ভিপি হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের নাম ঘোষণার পরই বিক্ষোভ করতে থাকে ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকালেও ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্রলীগ। এ সময় তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

জিএস পদে জয়ী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাংবাদিকদের হারের কারণ হিসেবে বলেছেন, ভোটারদের ‘ইমোশনালি ম্যানুপুলেট করা হয়েছে।’ এ সময় তিনি ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করেন।

গতকাল সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভোটের ফল ঘোষণা করেন ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের প্রার্থী নুরুল হক নুর। আর জিএস ও এজিএস নির্বাচিত হয়েছেন যথাক্রমে ছাত্রলীগের গোলাম রাব্বানী ও সাদ্দাম হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে