নিউজ ডেস্ক : বয়স হিসেব করলে আনুমানিক দুই দিন হবে। মাথাভর্তি কালো চুল। মায়াভরা মুখ। ফুটফুটে শিশুটিকে যে কেউ দেখলেই মায়ায় জড়িয়ে যাবেন। এমন শিশুর স্থান হলো টয়লেটে! রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে ওই কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের কিছু আগে কে বা কারা গোপনে কমন টয়লেটে ফেলে যায় ফুটফুটে শিশুটিকে।
কয়েকজন বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে যান। হাসপাতালেই তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্মচারী পলি আক্তারের কাছে রাখা হয়েছে শিশুটিকে। তার বয়স দুইদিন। ওজন একটু কম হলেও সুস্থ আছে শিশুটি।
শিশুটির জন্ম কোথায়, কারা তাকে ফেলে গেলো সে উত্তর জানতে কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। শিশু উদ্ধারের পর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম বলেন, “ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে।”