নিউজ ডেস্ক: এবার আত্মহত্যা চেষ্টা করেছেন ছাত্রলীগের সেই পদবঞ্চিত নেত্রী। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জারিন দিয়া। ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রী। পরে তাকে অসুস্থ্য অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
রাত ৩টা ১৫ মিনিটের দিকে ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেত্রী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জরুরি বিভাগে আনা হয়েছে। আমরা ঢাকা মেডিকেলে আছি।
পরে রাত ৪ টা ১০ মিনিটের দিকে ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক রানা হামিদ জানিয়েছেন, এখন তিনি শঙ্কামুক্ত। আমরা তাকে এম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল থেকে ঢাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাচ্ছি।
এর আগে গত ১৩ মে সদ্য ঘোষিত ছাত্রলীগের বিতর্কিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ঢাবির মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন করতে গেলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীরা তাদের ওপর হামলা চালান। হামলায় শ্রাবণী দিশা, জারিন দিয়াসহ অন্তত ১৪ জন আহত হন। পরে এ ঘটনায় বিষোদগার করে এবং ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের নারী নেত্রীদের প্রতি মনোভাব ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। পরে আলোচনায় বসতে গিয়েও টিএসসিতে ফের হামলার শিকার হন তারা। পরে গতরাতে আত্মহত্যা চেষ্টা করেন দিয়া।