নিউজ ডেস্ক: রমজান মাস জুড়ে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে আজ রাজধানীর শান্তিনগরেও অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। অভিযানে চাল ও গমে পোকা পাওয়া যাওয়ায় মিনা বাজারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এখানে হাইকোর্ট থেকে যে ৫২ পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেগুলোই মূলত এখানে খুঁজে দেখা হয়। কিন্তু সেগুলোর একটিও পাওয়া যায়নি।
তবে এখানে কিছু পণ্য পাওয়া যায়, সেগুলোর লেবেল ছিল না। বা সেগুলো নিম্ন মানের। তার কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পা কুণ্ড বলেন,সম্প্রতি হাইকোর্ট মানহীন ৫২ টি পণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরও বাজারে এখনও সেগুলো পাওয়া যাচ্ছে। হাইকোর্টের আদেশের পর এখন এসব পণ্য কারা বাজারজাত করছে, বিক্রি করছে তা খুঁজতেই আজকের আমাদের এই অভিযান।