নিউজ ডেস্ক: দেশের নামকরা ও শীর্ষস্থানীয় একটি ব্রান্ড হচ্ছে ‘আড়ং’। গতকাল এ প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে বেরিয়ে আসে থলের বিড়াল! পণ্যের দাম পাঁচ দিনের ব্যবধানে দ্বিগুণ রাখায় আড়ংয়ের উত্তরা শাখাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় বইছে।
সজীব ওয়াফি নামের একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আড়ং-এর নিয়মিত গ্রাহক ছিলাম বলতে গেলে। লুটপাট যখন জায়েজ করা হবে, গণমানুষের ওপর খবরদারি চলবে, শোষণ চলবে; তখন ঈদের নতুন জামা পুড়িয়ে হলেও আড়ং বর্জনের ডাক দিলাম....!!’
এই লেখার সঙ্গে তিনি নতুন জামায় আগুন দেয়ার একাধিক ছবিও যুক্ত করে দিয়েছেন। সজীবের এই পোস্টের নিচে অনেকেই আড়ং নিয়ে নেতিবাচক মন্তব্য ও তাদের খারাপ অভিজ্ঞতা কথা তুলে ধরেছেন।
এভাবে আরও অনেককে ফেসবুকে আড়ং নিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা গেছে। তার বেশিরভাগই ছিল নেরতিবাচক। তারা বলছেন, নির্ধারিত মূল্যের শপে এ ধরনেরর দাম রাখা প্রতারণার শামিল। মানুষের বিশ্বাস নিয়ে আড়ং-এর এভাবে ব্যবসা করা মোটেও উচিৎ হয়নি।