নিউজ ডেস্ক: ঈদের পরদিন বৃহস্পতিবার রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসে নিখোঁজ হন বিভিন্ন বয়সী প্রায় ৪০ জন। পরে অবশ্য তারা সবাই স্বজনদের খোঁজ পেয়েছেন বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ঈদের পরদিন সকাল ৮টা থেকে রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মানুষের ভিড় বাড়তে থাকে। কেউ ছেলে-মেয়ে, কেউ বা বাবা-মাসহ পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন এখানে।
দুপুরে হঠাৎ স্ত্রী হরিয়ে যায় ইলিয়াস আলীর। দেড় ঘণ্টা খোঁজখুঁজির পর তথ্যকেন্দ্রে গিয়ে অভিযোগ করেন তিনি। হারানোর বিষয়টি মাইকিং করে জানানোর আরও কমপক্ষে দেড় ঘণ্টা পর স্ত্রীর দেখা মেলে।
সরেজমিনে দেখা যায়, ঈদের দিন সকাল থেকেই ভারিবর্ষণ হওয়াই সেদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ ছিল না। কিন্তু ঈদের পরদিন সকাল থেকেই মানুষের চাপ বাড়তে থাকে। মানুষের ভিড়ে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন নানা বয়সী শিশু ও নারী-পুরুষ।
মজার খবর হলো, এক লোক মানুষের ভিড়ে তার স্ত্রীকে না পেয়ে নিখোঁজের খবর দিতে আসেন তথ্য কেন্দ্রে। ১০-১১ মাস বয়সী এক ছেলে কোলে নিয়ে মাইক অপারেটরকে জানান, ভাই আমার বউ হারিয়ে গেছে, একটু মাইকিং করেন। মাইক অপারেটর শমেস আলী ঠাট্টার ছলে বলেন, ‘আরে বউ আবার হারায় কেমনে, সমস্যা নাই পাবেন মোবাইল করেন।’
এ সময় ইলিয়াস বলেন, ‘মোবাইল খালি হারিয়ে ফেলে, তাই আজ মোবাইলটা বাসায় রেখে আসছিল। আমরা বাচ্চা কোলে নিয়ে জিরাফ দেখছিলাম। জিরাফটা দেখার সময় হঠাৎ দেখি পাশ থেকে বউ নাই। আমি তো দেড় ঘণ্টা ধরে সেখানে দাঁড়িয়ে ছিলাম, কারো মোবাইল দিয়ে তো একটা ফোনও করতে পারতো, কি যে করি।’ পরে অবশ্য তিনি স্ত্রীকে খুঁজে পেয়েছেন বলে জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার তথ্য সহকারী মো. শমেস আলী বলেন, ‘কী আর বলা লোকটি অনেকক্ষণ বসে ছিলেন। আমাদের কাছে তো বললো যে দেড় ঘন্টা আগে থেকে স্ত্রীকে পাচ্ছেন না। এরপর আরও এক দেড় ঘণ্টা পর তিনি তার স্ত্রীর সন্ধান পেয়েছেন।’