বুধবার, ১২ জুন, ২০১৯, ০৮:২৪:৪৪

স্বামীর কাছে ‘অনেক টাকার’ হিসাব না পেয়ে গৃহবধূ আত্মহত্যা

স্বামীর কাছে ‘অনেক টাকার’ হিসাব না পেয়ে গৃহবধূ আত্মহত্যা

সাভার: সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তানিয়া খানম (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তানিয়ার বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি তার স্বামী তুহিন খন্দকার ওরফে মাসুমের সঙ্গে আশুলিয়ার নরসিংহপুরের অন্ধ কলোনির ফালান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

প্রতিবেশীরা জানায়, ওই গৃহবধূর স্বামী মাসুম আগে রংমিস্ত্রির কাজ করতেন। কিন্তু বর্তমানে তিনি বেকার জীবনযাপন করছিলেন। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হতো। আজ বুধবারও তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তানিয়া তার স্বামীকে বলেন, ‘তুমি না অনেক টাকার মালিক, কই ওইসব টাকা এখন কই?’ স্বামীর কাছ থেকে এর কোনা সদুত্তর না পেয়ে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধারের সময় ওই গৃহবধূর মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে