নিউজ ডেস্ক : গত ২৮ জুন শুক্রবার যশোরের কেশবপুরের গোলাখালী মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র শাহীনকে গুরুতর আহত করে তার ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন আছেন শাহীন। হতভাগা এই কিশোরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।
কু.পিয়ে র.ক্তাক্ত করে ভ্যান ছিনিয়ে নেয়ার এই ঘটনায় পুরো দেশবাসী কাতর। সকলেই জানতে চান কেমন আছেন শাহীন? যশোরের সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরকে দেখতে শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে যান এই প্রতিবেদক। সেখানে কথা হয় শাহীনের মা, খালু ও খালার সঙ্গে। শাহীনের মা মোছা. খাদিজা বেগম বলেন, শাহীনের অবস্থা আগের চেয়ে ভালো। ছেলে আমার চোখ খুলেছে, মা ডেকেছে।
ছেলের জন্য দোয়া চেয়ে খাদিজা বেগম বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা শেষ করার নয়। আমরা তার কাছে কৃতজ্ঞ। আপনারা আমার একমাত্র ছেলে, আমার আদরের ধন শাহীনের জন্য দোয়া করবেন। সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তাকে যেন দ্রুত বাড়ি নিয়ে যেতে পারি। আর যারা আমার ছেলেকে কুপিয়েছে তাদের কঠিন শাস্তি দাবি করছি।