নিউজ ডেস্ক : দ্রুততম সময়ে মশার নতুন ওষুধ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন। প্রয়োজনে বিমানে করে মশার ওষুধ নিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় দুটি নির্মাণ প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মেয়র সাঈদ খোকন জানান, ভবন মালিকদের সচেতন করতে নির্মাণাধীন ভবনে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ ছাড়া ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণে জনগণকে সম্পৃক্ত করে দক্ষিণ সিটি করপোরেশন সচেতনতা বৃদ্ধির সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান সাঈদ খোকন।