বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০১৯, ০১:৪৮:০৩

ঢাকায় মশা থেকে বাঁচতে থানায় জিডি!

ঢাকায় মশা থেকে বাঁচতে থানায় জিডি!

নিউজ ডেস্ক : মশার হাত থেকে বাঁচতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজধানীর এক বাসিন্দা। তিনি দাবি করেছেন, সিটি করপোরেশনের সব রকম ট্যাক্স পরিশোধ করার পরও তিনি নাগরিক সুবিধা হতে বঞ্ছিত হচ্ছেন। বর্তমানে মশা বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেছেন তিনি।

ভুক্তভোগী ওই বাসিন্দার নাম ইউসুফ আহমেদ। তিনি রাজধানীর পল্লবী থানার কালশী মেইন রোড এলাকার ১২ নম্বর সেক্টরের বি-ব্লকের ৭৯/বি নম্বর বাসায় বাস করেন। গত ৩০শে জুলাই তিনি পল্লবী থানায় জিডিটি করেছেন। জিডি নং ২৭৬৬।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইউসূফ আহমেদ জিডিতে উল্লেখ করেছেন, নিয়মিত বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছেন। সেই হিসেবে সিটি করপোরেশনের প্রদত্ত সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা তার প্রাপ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে যিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাকে এলাকাবাসী পাচ্ছেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে