নিউজ ডেস্ক : ছাগলটির গায়ের রং সোনালি। আছে সাদা সাদা ছোপও। ওজন ১২৮ কেজি। নাম তার ‘টাইগার’। ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামের অলিউল্লাহ তার এই পোষ্যটিকে আগামী বৃহস্পতিবার গাবতলীর পশুর হাটে তুলবেন। দাম চাইছেন আকাশ ছোঁয়া; তিন লাখ টাকা! অলিউল্লাহ জানান, শখ করেই তিনি ছাগলটির নাম দিয়েছেন টাইগার। তিন বছর ধরে ছাগলটি পুষছেন তিনি।
চার ফুটের ওপরে উচ্চতার ছাগলটিকে এবারের কোরবানির ঈদে বিক্রি করবেন তিনি।গত বছরও টাইগারকে পশুর হাটে তুলেছিলেন অলিউল্লাহ। লাখ টাকার উপরে ক্রেতারা দাম হাঁকলেও বিক্রি করেননি তিনি। প্রতিদিন আধা কেজি আপেল ও মাল্টার সঙ্গে উন্নত মানের খাবার খায় টাইগার। তাই এবারের কোরবানির হাটে ছাগলটির দাম তিন লাখ টাকার কমে বিক্রি করবেন না ছাগলের মালিক।অলিউল্লাহর আশা, এবারের গাবতলী হাটের সেরা ছাগল হবে টাইগার। প্রত্যাশা অনুযায়ী দামে বিক্রি করতে পারবেন বলেও জানান তিনি।