ঢাকা : রাজধানীর মিরপুর-৭ রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে ভ'য়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আগুনের সূত্রপাত হয়।
রাজধানীর মিরপুর-এর রুপনগর থানার পেছনের বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ছে। দেখা দিয়েছে পানি সংকট।
রাত সোয়া আটটার দিকে ঢাকা মহানগর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বস্তিবাসী ও আশপাশের মানুষকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়। আগুনের তীব্রতা বেড়ে গেছে। ক্রমেই আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে। পর্যাপ্ত পানিও পাওয়া যাচ্ছে না এই এলাকায়।
ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, আগুনে পুরো বস্তিতেই আগুন জ্বলছে। বস্তির বেশিভাগ অংশ ইতোমধ্যে পুড়ে গেছে। বস্তির আশপাশের ভবন থেকে বাসিন্দারা মালামাল নিয়ে বের হয়ে আসছে। পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।