শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ১০:০৪:৩৭

‘কি আর বলব তাদের কথা, ওদের কাজ-কারবার দেখে আমি নিজেই লজ্জা পাইছি’

‘কি আর বলব তাদের কথা, ওদের কাজ-কারবার দেখে আমি নিজেই লজ্জা পাইছি’

ঢাকা : যেকোনো ছুটির সময়ে বালু নদী ও নদীর পাড়ে নামে মানুষের স্রোত। রাজধানী কাছে ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ঢাকা উত্তরের বসবাসরত মানুষদের জন্যে পূর্বাচলের বালু নদীর পাড় এখন মনোরম পর্যটন স্পট। 

যে কারণে বিভিন্ন উৎসবের ছুটি ছাড়াও সাপ্তাহিক ছুটির দিনে এখানে থাকে প্রচুর ভিড়। এর ব্যতিক্রম ছিল না আজও। চারদিন অতিবাহিত হলেও এখনও ঈদের আনন্দ কাটেনি রাজধানীর অদূরে পূর্বাচলের বালু নদীতে।

উচ্ছ্বসিত তরুণ-তরুণীদের নাচের তালে টলমল করছে নদীর পানি। আর নদীর তীরে বসে থাকা হাজারও মানুষ সেই অপরূপ নৃত্যের তালে নাচছেন গাইছেন এবং উপভোগ করছেন। অনেকে প্রিয়জনকে সঙ্গে করে আবার অনেকে গেছেন সপরিবারে। মানুষের স্রোত ছিল চোখে পড়ার মতো। 

এক যুবক প্রিয়জনকে নিয়ে বেড়াতে এসেছিলেন বালু নদীতে। ছোট একটি নৌকা ভাড়া করে তারা দুই ঘণ্টা বেড়িয়েছেন নদীতে। নৌকার মাঝি ছিলেন ইসমাইল।

আলাপকালে এ প্রতিবেদককে ইসমাইল জানান, তাদের মনে হয় নতুন প্রেম। দুজন সারাক্ষণ কাছাকাছি ছিল। একজন আরেকজনের হাত ছাড়েনি মুহূর্তের জন্যও। ইসমাইল বললেন, ‘কি আর বলব তাদের কথা! তাদের অনেক কাজ-কারবার দেখে আমি নিজেই লজ্জা পাইছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে