নিউজ ডেস্ক : ১২ দিন ধরে হাসপাতালে একাই পড়ে আছে অসহায় এক পথশিশু! ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি ইউনিট। দোতলার ফ্লোরে পলিথিনের ওপর পড়ে আছে সাত বছরের একটি শিশু। পাশে নেই তার পরিবারের সদস্য বা স্বজন। শিশুটি ১২ দিন ধরে এভাবে আছে বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের লোকজন।
সিনিয়র স্টাফ নার্স অর্জিতা হাওলাদার বলেন, ‘হাসপাতাল থেকে সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু তার এখন দরকার সেবা। আপন মানুষের পরশ। কিন্তু কী করার, কেউ তো আসছে না। সিটি স্ক্যান করা হয়েছে। মাথায় প্রচণ্ড আঘাত রয়েছে। কথা বলতেই পারছে না। দেয়া যাচ্ছে না খাবার। তাকে স্যালাইনের ওপর রাখা হয়েছে। অবশ্য বৃহস্পতিবার থেকে একটু-একটু খেতে পারছে। শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়।’
শিশুটির পাশের বেডের আসমা বিবি বলেন, ‘এরকম একটি শিশুকে দেখে মায়া লাগে। যতটুকু পারছি তাকে সেবা দিচ্ছি। তাকে খাওয়াতে হচ্ছে, প্রস্রাব-পায়খানা পরিষ্কার করতে হচ্ছে। এতটুকু বাচ্চার এ অবস্থা দেখে কেউ কি ঠিক থাকতে পারে?’
বিমানবন্দর থানার এসআই কবির হোসেন জানান, শিশুটি বিমানবন্দর এলাকার ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে যায়। সে তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না। তার কোনো স্বজনকেও পাওয়া যাচ্ছে না। সে মূলত পথশিশু।
একই ওয়ার্ডের সিঁড়ির নিচে চলছে অক্সিজেন ও ক্যাথ লাগানো আরেক শিশুর চিকিৎসা। কথা বলতে পারছে না শিশুটি। তার পাশেও নেই স্বজন। গত রোবববার রাতে পুলিশ তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে বলে ওয়ার্ডের লোকজন জানিয়েছেন।