ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে 'হাতবো'মা' ক'কটেল নি'ক্ষেপ করেছে দু'র্বত্তরা। এতে আহ'ত এএসআই শাহাবুদ্দিন ও কনস্টেবল আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি। শনিবার রাত সোয়া ৯টার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে হাতবো'মা বি'স্ফো'রণে তারা আহ'ত হন। শাহাবুদ্দিন পায়ে হাঁটুর নিচে এবং আমিনুলের হাতে জ'খ'ম হয়েছে। কে বা কারা এই হাতবো'মা ছুড়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
আব্দুল্লাহ হিল কাফি বলেন, ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দু'র্বৃ'ত্তরা পুলিশকে ল'ক্ষ্য করে ক'কটেল ছুঁ'ড়েছে বলে শুনেছি। এ ঘটনায় একজন কনস্টেবল আহ'ত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।