নিউজ ডেস্ক : ঢাকার মোহাম্মদপুরে তাজমহল রোড পার্কে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে পড়ে সিটি করপোরেশনের অভিযানকারী দল। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় লোকজন এবং সিটি করপোরেশন কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘ'র্ষের ঘটনায় এলাকা র'ণক্ষেত্র।
গতকাল ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে তাজমহল রোডের সি-ব্লকের খেলার মাঠ ও পার্কের দক্ষিণ পশ্চিম কোনায় ডিএনসিসির দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি টিনশেড উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, তাজমহল রোড মাঠের একাংশে গড়ে তোলা টিনশেড ঘরটি জামি’আ বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামী কেন্দ্রের রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঐ ঘর ভাঙতে গেলে মাদ্রাসার শিক্ষার্থীরা সিটি করপোরেশন কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়।
এসময় মাদ্রাসা শিক্ষার্থীরা সিটি করপোরেশনের কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে গরম পানি, মরিচের গুঁড়া ও ইটপাটকেল ছুড়ে মা'রে। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরাও লা'ঠিসোঁটা নিয়ে মাদ্রাসা ছাত্রদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘ'র্ষের ঘটনা ঘটে।
এ সময় ইটের আঘাতে এক মাদ্রাসা ছাত্র আহ'ত হয়। প্রায় আধাঘণ্টা ধা'ওয়া-পা'লটা ধা'ওয়ার পর ডিএনসিসির কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়রা মাদ্রাসার শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আধাপাকা ঐ ঘরটি বুলডোজার দিয়ে গুঁ'ড়িয়ে দেওয়া হয়।