সোমবার, ০৭ অক্টোবর, ২০১৯, ০২:৩১:২০

২০১১ নম্বর কক্ষে হ'ত্যা করা হয় ফাহাদকে, আলামত জব্দ

২০১১ নম্বর কক্ষে হ'ত্যা করা হয় ফাহাদকে, আলামত জব্দ

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শের-ই বাংলা হলের ২০১১ নং কক্ষ হ'ত্যা করা হয়। কক্ষটি থেকে হ'ত্যার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পরে ফাহাদের মৃ'ত্যু নিশ্চিত হওয়ার পর তার লা'শ হলের নিচ তলায় একটি তোশকের ‍ওপর ফেলে রাখা হয়। আবরার ফাহাদ শের-ই বাংলা হলের ১০১১ নং কক্ষে থাকতেন।

ফাহাদের সহপাঠীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে কয়েকজন ফাহাদকে ডেকে নিয়ে যায়। এর পর রাত ২টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

তাদের ধারণা, ফাহাদকে ২০১১ নম্বর রুমে নিয়ে পে'টানো হয়। এরপর তারা ফাহাদের লা'শ হলের নিচে দেখতে পান। এদিকে হলের যে কক্ষে (২০১১) ফাহাদকে হ'ত্যা করা হয় সেই কক্ষের ছাত্রদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সবাই গা ঢাকা দিয়েছেন।-যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে