নিউজ ডেস্ক : আবরার হ'ত্যা ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বুয়েটের সামনের সড়কের গোল চত্তরে অবস্থান কর্মসূচির এক সময় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে এই ধন্যবাদ জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন গণমাধ্যমে খরব প্রকাশিত হচ্ছে যে, পুলিশের আলামত সংগ্রহে আমরা বাধা দিয়েছি। এটি মিথ্যা ও বানোয়াট খবর । এছাড়া আন্দোলনের দ্বিতীয় দিনে ভিসি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে আমাদের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার সঙ্গে দুর্ব্যবহার করে। এ জন্য আমরা তার কাছে ক্ষমা চাচ্ছি।
শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ বুয়েটিয়ান থেকে কিছু তথ্য প্রচার করা হচ্ছে। সেসব তথ্য ভেরিফায়েড না। তাই সেগুলো শেয়ার দেওয়া থেকে বিরত থাকবেন।