শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ১১:৩৬:২৮

পদত্যাগের প্রশ্নই ওঠে না: বুয়েট ভিসি

পদত্যাগের প্রশ্নই ওঠে না: বুয়েট ভিসি

নিউজ ডেস্ক : বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হ'ত্যাকা'ণ্ড ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ভিসি ড. সাইফুল ইসলাম। ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ফেসুবকে স্ট্যাটাস দেয়ার জেরে ছাত্রলীগের হাতে নি'র্মমভাবে খু'ন আবরার। হ'ত্যাকা'ণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েট শিক্ষার্থীরা।

একই সঙ্গে উপাচার্যের পদত্যাগসহ সাত দফা জানিয়েছেন বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তবে আবরার ফাহাদ হ'ত্যাকা'ণ্ড ও বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে নিজের ব্যর্থতা দেখছেন না বুয়েট উপাচার্য ড. সাইফুল ইসলাম।

ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন । তিনি বলেন, আমার ব্যর্থতা কী করে হবে? আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমি তো আইডেন্টিফাই করতে পেরেছি আগেই।

বুয়েটের সাবেক শিক্ষক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বর্তমান উপাচার্য ও বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী তার পদত্যাগের দাবি তুলেছেন এমন তথ্য জানালে তার এ দাবিকে যুক্তিযুক্ত মনে করেন না উপাচার্য সাইফুল ইসলাম। পদত্যাগ করবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। কারণ আমার এখানে কোনো অন্যায় নেই। আমি আমার ডিউটি পালন করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে