শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ০৪:৫১:১৩

ভিসির সঙ্গে উন্মুক্তআলোচনায় বসতে আইডি কার্ড হাতে ক্যাম্পাসে বুয়েট শিক্ষার্থীরা

 ভিসির সঙ্গে উন্মুক্তআলোচনায় বসতে আইডি কার্ড হাতে ক্যাম্পাসে বুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে ক্যাম্পাস অডিটোরিয়ামে প্রবেশ করছেন। এর আগে তারা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন।

ক্যাম্পাস অডিটরিয়ামে তারা বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসবেন। শুক্রবার বিকেল পাঁচটায় এ আলোচনা হওয়ার কথা রয়েছে। গতকাল ভিসির পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব দেয়া হয়, তাতে সম্মতি জানান শিক্ষার্থীরা।

দেখা গেছে, শুক্রবার দুপুর ৩টা থেকে সারিবদ্ধ হয়ে পলাশীর মূল ফটকের ছোট গেট দিয়ে নিজেদের আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। কয়েকজন সিনিয়র শিক্ষার্থী মূল ফটক বন্ধ করে ফটকের ছোট গেটের সামনে দাঁড়িয়ে প্রবেশকারী শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে দেখে ভেতরে প্রবেশ করার সুযোগ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে