শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ১১:৫৩:৫৮

ক্ষতিপূরণ দেওয়া হবে আবরারের পরিবারকে: বুয়েট ভিসি

ক্ষতিপূরণ দেওয়া হবে আবরারের পরিবারকে: বুয়েট ভিসি

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের রাজনীতি। আজ ১১ অক্টোবর শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বৈঠকের শুরুতেই উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে আবরার হ'ত্যায় অভিযুক্ত ১৯ জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সবার চোখ ছিল শুক্রবার বিকেল ৫টার দিকে। সেই সময় উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক। সে অনুযায়ী বিকেল থেকেই শিক্ষার্থীরা আসতে থাকেন বুয়েট অডিটরিয়ামে। পর পর দু’দফা পরিচয়পত্র যাচাই করে ঢোকানো হয় তাদের। কিন্তু উপাচার্য সাইফুল ইসলাম আসেন আরো ২০ মিনিট পর।

এ সময় আবরারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন বৈঠকে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। এরপরই বক্তব্য শুরু করেন উপাচার্য।

এ সময় শিক্ষার্থীদের ১০ দফা দাবির পরিপেক্ষিতে উপাচার্য বলেন, আবরার হ'ত্যার তদন্তে সহায়তা করবে বুয়েট। পাশাপাশি অভিযুক্ত ১৯ জনকে ইতোমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। উপাচার্য আরো বলেন, ক্ষতিপূরণ দেওয়া হবে আবরারের পরিবারকে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে