রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১২:৩৫:২২

মাথা ঠিক ছিল না টানা এক ঘণ্টা পি'টিয়েছি, এ ঘটনায় অনুতপ্ত নই : আসামি অনিক

মাথা ঠিক ছিল না টানা এক ঘণ্টা পি'টিয়েছি, এ ঘটনায় অনুতপ্ত নই : আসামি অনিক

নিউজ ডেস্ক : ‘ওকে আগে থেকেই শিবির বলে সন্দেহ করা হতো। যখন ওর কক্ষ থেকে ধরে আনা হয় তখন সে আবোল-তাবোল কথা বলছিল। ওর মোবাইলে ইসলামী গান ও গজল পাওয়া যায়। যখন ও শিবিরে জড়িত থাকার কথা অস্বীকার করে এলোমেলো কথা বলছিল, তখন মাথা ঠিক রাখতে পারিনি। স্টাম্প দিয়ে বে'ধড়ক মা'রধ'র শুরু করি। দুই দফায় মে'রেছি। একবার টানা এক ঘণ্টা পি'টিয়েছি।’ তবে এখনও এ ঘটনায় অনুতপ্ত নয় অনিক।

আবরার হ’ত্যা মামলায় আদালতে জবানবন্দি ও পুলিশের জিজ্ঞাসাবাদে এই রো'মহ'র্ষক তথ্য দেয় অনিক সরকার। গতকাল শনিবার মহানগর হাকিম আতিকুল ইসলাম তার খাস কামরায় আসামির জবানবন্দি নেন। অনিক বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। আবরার হ’ত্যার পর তাকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সে। জবানবন্দি নেওয়ার পর অনিককে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে