নিউজ ডেস্ক : টানা কয়েকদিন আন্দোলন-বিক্ষোভের পর আজ বুয়েটের পরিস্থিতি শান্ত। ভর্তি পরীক্ষার জন্য রবি ও সোমবার আন্দোলন শিথিলের ঘোষণা দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসজুড়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রিক ব্যস্ততা চোখে পড়েছে। তবে বন্ধ আছে ক্লাস-পরীক্ষা কার্যক্রম।
এদিকে, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। প্রশাসন সেগুলো অনুধাবনের চেষ্টা করছে। আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের স্বার্থেই সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। জানান, দাবি পূরণের সব বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেই। তবে, পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বলে আশা তার। জানান, আগামীকালের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১২ হাজার একশ’ ৬১ শিক্ষার্থী। সে লক্ষ্যে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। যারা পরীক্ষা দিতে আসবে, তারা হলে থাকতে পারবে না।
এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘আবরার হ'ত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ বিচার কাজ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিজ থেকে এত দ্রুত উদ্যোগ নেবেন এটা আমি বিশ্বাসই করতে পারিনি।’ তিনি বলেন, ‘আবরার হ'ত্যার পর আমি ভোর রাতে পর্যন্ত সরকারের ওপরের মহলের সঙ্গে যোগাযোগ করেছি। সেদিন আমি খাবার পর্যন্ত খেতে পারিনি। প্রধানমন্ত্রী যেভাবে সহায়তা করেছেন,আমি জীবনেও দেখিনি এরকম। এত দ্রুত আমার কথা শুনবেন। এর আগে আমি নিজেই সাফার করছিলাম। এটা কিন্তু এমনিতে হয়নি।’