মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ০১:৩৭:৪৭

আবরার হ'ত্যার বিচার দাবিকারীরা সবাই আমার ছেলে : আবরারের মা

আবরার হ'ত্যার বিচার দাবিকারীরা সবাই আমার ছেলে : আবরারের মা

নিউজ ডেস্ক: শো'কের পাথর বুকে নিয়ে এখনও ডু'করে ডু'করে কাঁদছেন ছাত্রলীগের নির্যা'তনে নিহ'ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া বেগম।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলের জন্য আজ সারা দেশের ছেলেরা মাঠে নামছে। আমার ছেলে চলে গেছে, কিন্তু তারা সবাই আমার সন্তান। আমি চাই তাদের উপর যেন কোথাও কোনো অত্যা'চার করা না হয়।

আবরারের মা বলেন, আমার ছেলের ওপর যা ঘটেছে তার সবই ভিডিও ফুটে'জে আছে। এরপরও কি তার নিশ্চিত হতে পারছে না যে, কারা মে'রেছে, এরাতো সবাই চিহ্নি'তই হয়ে গেছে, এদের জন্য কি কোর্টের দীর্ঘ প্রক্রিয়ার রায়ের জন্য অপেক্ষা করতে হবে? এদের বিচার করতে তো কোর্টের দীর্ঘ সময় অপেক্ষার দরকার নেই।

তিনি বলেন, আমার সোনার টুকরা ছেলে, যার বিরুদ্ধে কোনোদিন একটা খারাপ আচ'রণের অভিযোগ নেই, তাকে পিটি'য়ে মে'রেছে, তাদের বিচার কেন দ্রুত হবে না? এর জন্য কেন আজ আমাকে কোর্টের বিচারের অপেক্ষায় থাকতে হবে? আমি চাই অতি দ্রুত তাদের সর্বোচ্চ শা'স্তির জায়গাতে পৌঁছে দেয়া হোক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে