নিউজ ডেস্ক : মাত্র ৮ হাজার থেকে ১০ হাজার টাকার বিনিময়ে পাওয়া যায় ১ লাখ টাকা! ১ হাজার টাকার কড়কড়ে ১০০টি নোট! তবে সেই টাকা আসল নয়, জা'ল নোট। সংঘবদ্ধ চ'ক্র দীর্ঘদিন এভাবে জা'ল টাকা ছড়িয়ে আসছে।
এই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচর চর এলাকা থেকে তাদের গ্রে'ফ'তা'র করা হয়। এসময় ৫০ লাখ টাকার জা'ল নোট, জা'ল টাকা তৈরিতে ব্যবহৃত দুটি ল্যাপটপ, চারটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জ'ব্দ করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন; আজহার আলী (৩৯), সাইফুল ইসলাম (৩১), গিয়াস উদ্দিন (৩৬), মো. আসিফ (২৭), ফোরকান (২৭) ও জীবন বেপারী (২৯)। জা'ল টাকা তৈরি চ'ক্রের বি'রু'দ্ধে অ'ভিযা'ন পরিচালনায় নেতৃত্বে ছিলেন ডিবির (উত্তর) সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, জা'ল নোট তৈরির পর এই চ'ক্রের মূল হো'তা সাইফুল ইসলাম প্রথমে পাইকারি বিক্রি করেন। এক লাখ টাকার জন্য তারা দাম নেন ৮ থেকে ১০ হাজার টাকা।