ঢাকা : রাজধানীর বিজয় স্মরণীতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী গু'রুত'র আ'হ'ত হয়েছেন। শনিবার সকালে বিজয় স্মরণী মোড়ে এ ঘটনা ঘটে। আ'হ'ত ছাত্রীর নাম আকলিমা আকতার জুঁই (২৪)।
তিনি ওই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। জুঁইয়ের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, জুই পূর্ব কাজীপাড়া থাকেন। সেখান থেকে উবারের মোটরসাইকেল যোগে ফার্মগেট এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় এ দু'র্ঘ'ট'না ঘটে। পরে গু'রু'ত'র আ'হ'ত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা দেখে আইসিইউতে রাখার সিদ্ধান্ত দেন।
আহতের খালাতো বোন ঋতু আকতার বলেন, ‘সকালে মিরপুর কাজীপাড়া থেকে ফার্মগেট কোচিংয়ে যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে দু'র্ঘ'ট'না ঘটেছে। মোটরসাইকেল থেকে পড়ে গেছে শুনেছি। কিন্তু কিভাবে কি হয়েছে জুঁইয়ের জ্ঞা'ন ফিরলে বলতে পারব।’
উদ্ধারকারী মোটরসাইকেল চালক সুমনের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানায়, মিরপুরের কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে তিনি নিচে পড়ে যান। পরে লোকজনের সহযোগিতায় তাকে উ'দ্ধা'র করে হাসপাতাল নিয়ে আসেন চালক (সুমন)। তার মাথায় গু'রু'ত'র আ'ঘা'ত পায়।