শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:১১:৩৫

ইসলাম কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম ও শান্তির ধর্ম: চরমোনাই পীর

ইসলাম কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম ও শান্তির ধর্ম: চরমোনাই পীর

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দুনিয়াতে যতদিন ওহীভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। কুরআনী শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে। কুরআনী শিক্ষায় শিক্ষিত জাতি কখনো অনৈ'তিক কাজে জড়াতে পারে না। কুআন সুন্নাহর শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে না।’

গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবপুরের নূরবাগে আল্লামা ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ.) শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড ঢাকা মহানগর সভাপতি আলহাজ আব্দুর রহমান এবং অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এ সময় চরমোনাই বলেন, ‘ইসলাম কল্যাণের ধর্ম। মানবতার ধর্ম ও শান্তির ধর্ম। এ সময় তিনি সকলকে ইসলাম বিরোধী সকল কর্মকান্ডের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে