ঢাকা : কেরানীগঞ্জের চোনকুটিয়াতে প্লাস্টিক কারখানায় ভ'য়াব'হ অ'গ্নিকা'ণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকালের ওই অ'গ্নিকা'ণ্ডে অন্তত ৪০ জন দ'গ্ধ হয়েছেন। এদের অধিকাংশই কারখানার শ্রমিক।
মা'রা'ত্ম'ক দগ্ধ ২৮ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বা'র্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে একজন মা'রা গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সন্ধ্যা ৬টায় আ'গু'ন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে সংস্থাটি।
আ'হ'তরা হলেন- লাল মিয়া, মেহেদী, দূর্জয়, সুজন, ওমর ফারুক, এহসান, রিয়াজ, জাকির, সোহাগ, মফিজুল, মোস্তাকিম, সালাউদ্দিন, আলম, সজল, ফিরোজ, আসলাম, ইমরান, দিদারুল, জিসান, রাজ্জাক, সোহান, ফয়সাল, বাবুল, জাহাঙ্গীর, বশির,খালেদ,শাখাওয়াত, আবু সাইদ। এদের বয়স ২০ থেকে ৩৮ এর মধ্যে।
বা'র্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আ'হ'ত সকলকেই চিকিৎসা দেয়া হচ্ছে। আ'হ'তরা সকলেই কম বেশি দ'গ্ধ হয়েছেন। আমাদের সকল স্টাফদের সংবাদ দেয়া হয়েছে, ঊর্ধ্বতন চিকিৎসকদেরও জানানো হয়েছে, তারাও চলে আসছেন। আ'হ'তদের মধ্যে আ'শ'ঙ্কাজ'নক কতজন হতে পারে, এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এখন তো তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়টি একটু পরে বলা যাবে।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আ'হ'তদের বা'র্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের থেকে জানা গেছে আরও অনেক আ'হ'ত রয়েছেন। তাই আমরা ঢামেকে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্স ১৫/২০টি কেরানীগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি। আ'হ'তদের সহযোগিতার জন্য।
ক্যা'জুয়া'লটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন বলেন, আমরা সকল স্টাফদের ছুটি বা'তি'ল করে রোগীদের সেবার জন্য উপস্থিত থাকার জন্য বলেছি। আমরা সকলেই প্রস্তুত রয়েছি তাদের সেবার জন্য।