নিউজ ডেস্ক: মিষ্টি ও কেকের উৎপাদনের তারিখ পরিবর্তন করে ‘টাটকা’ বলে চালিয়ে দিচ্ছে ‘ফুলকলি’। ভোক্তার সঙ্গে অভিনব এ প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানার অর্থ আদায় করে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা এ সময় ভোক্তা অধিদফতরকে সার্বিক সহযোগিতা করেন।
আব্দুল জব্বার মণ্ডল বলেন, আগের দিনের বাসি মিষ্টি ও কেকের উৎপাদনের তারিখ পরিবর্তন করে সব মিষ্টি ও কেকের উৎপাদনের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ লিখে দিয়েছে। তারা আগের দিনের কী পরিমাণ পণ্য এসেছে, কতগুলো বিক্রি করেছে, তার কোনো হিসাব দেখাতে পারেনি। প্রতিদিনই বাসি মিষ্টি ও কেকের উৎপাদনের তারিখ পরিবর্তন করে টাটকা বলে বিক্রি করে। আগের দিনের কোনো পণ্য তাদের আউটলেটে থাকে না।
অভিনব এমন প্র'তার'ণার অপরাধে বাড্ডার ফুলকলি নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা, রামপুরার মধুবনকে ৩০ হাজার টাকা, ইম্প্রেস সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে পানসী রেস্টুরেন্টকে ১৫ হাজার এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ‘আপনার মেডিসিন কর্নার’-কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।