ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফোম তৈরির কারখানায় ভ'য়াব'হ আ'গু'ন লেগেছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সাতারকুল এলাকার রহমতউল্লাহ মার্কেট সংলগ্ন ওই কারখানায় আ'গুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে উত্তর বাড্ডার সাতারকুলের পদরদিয়ায় রহমতউল্লাহ মার্কেটের পেছনে ওই ফোমের কারখানায় আ'গু'ন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আ'গু'ন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ৫০ মিনিটের দিকে আ'গু'ন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, রহমতউল্লাহ মার্কেটের পেছনেই ওই ফোমের কারখানা ও গুদাম হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা মার্কেটে আ'গু'ন ছড়াতে দেয়নি। তবে তাৎক্ষণিকভাবে অ'গ্নিকা'ণ্ডের কারণ বা ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ জানাতে পারেনি তিনি।