নিউজ ডেস্ক: বহি'রাগতদের নিয়ে ভিপি নুরুল হক নুর ডাকসুতে ন'জিরবি'হীন ঘটনার জন্ম দিয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানি বলেছেন, নুরকে আর ডাকসুতে ঢু'কতে দেওয়া হবে না।
রবিবার দুপুরে ডাকসুতে নুর ও তার সহযোগীদের ওপর হাম'লার ঘটনা ঘটে। পরে ডাকসু চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে গোলাম রাব্বানী এ মন্ত'ব্য করেন।
গোলাম রাব্বানী আরও বলেন, নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে আনেনি। একেবারে বাইরে থেকে নিয়ে এসেছে। তারা কিভাবে র'ড-চা'পাতি নিয়ে ডাকসুতে ঢু'কলো। আমাদের কথা হলো মা'রামা'রি করলে নুর করুক, তার লোকজন নিয়ে বাইরে করুক। সে ডাকসুকে ব্যবহার করে ডাকসুর মধ্যে বহিরাগতদের এনে অ'স্ত্রসহ কেন ঢু'কবে?
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম রাব্বানী বলেন, বহি'রাগতদের নিয়ে তো তার আসার কথা না। সে আমাদের তো বলবে। যদি আমাদের বলার পর প্রতি'কার না পেতো, সে আক্রা'ন্ত হলে ডাকসুর যে বডি তাকে সে'ভ করতে না পারতো, তাহলে তার দা'য়ভার আমরা নিতাম।
ডাকসু জিএস আরও বলেন, আধলা ইট-এগুলো জ'ড়ো করে ডাকসুতে অবস্থান নিয়েছে। ডাকসুর কাচ ভে'ঙেছে, ভেতরে অনেক ক্ষ'য়ক্ষ'তি হয়েছে। নুর যদি ক্ষ'তিগ্র'স্ত হতো- সে আমাদের ডাকসুর সর্বোচ্চ পদে আছে- ডাকসু বডির সঙ্গে যোগাযোগ করতো। তারপরও যদি হা'মলা হতো তাহলে তার দা'য়ভার আমরা নিতাম। কিন্তু সে ডাকসুতে স'ন্ত্রা'সী স্ট্যা'ইলে বহি'রাগতদের নিয়ে ন'জিরবি'হীন ঘটনা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক সিদ্ধান্ত- নুরের মতো একটা ফালতু ছেলেকে ডাকসুতে আর ঢুক'তে দেব না। তাছাড়া সে ডাকসুর কোনো কাজই করে না বলেও মন্তব্য করেন গোলাম রাব্বানী।
এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হাম'লা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পা'টকেল ছোঁ'ড়াও হয়। এতে অন্তত ১৪ জন আহ'ত হয়েছেন। এই হাম'লার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযু'দ্ধ মঞ্চকে দা'য়ী করেছেন।বিডি-প্রতিদিন