নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হা'মলায় আহ'ত ডাকসু ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন তার বাবা। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরের পাশে যান তিনি।
সেখানে সাংবাদিকরা ঘিরে ধরলে কা'ন্না কা'ন্না কণ্ঠে নূরের বাবা ইদ্রিস হাওলাদার বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি এর ন্যায়বিচার চাই। যাতে বাংলার মাটিতে আর এ রকম কোনো ঘটনা না ঘটে।
তিনি আরও বলেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক। সে ভোটে ভিপি হয়েছে। তবু তার ওপর কেন বারবার হা'মলা করা হচ্ছে? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তা হলে আমাদের ওপর কেন এই বারবার হা'মলা? কেন আমাদের নিয়ে অনধিকার চর্চা করা হয়?
রবিবার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নূরের ওপর হা'মলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। একই সঙ্গে তার অনুসারীদেরও পে'টানো হয়। ভা'ঙচুর করা হয় ডাকসু ভবন।
হা'মলার পর আহ'ত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে ঢামেক হাসপাতালের লাইফ সা'পোর্টে নেওয়া হয়। সোমবার ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এখন নূর, ফারাবীসহ মোট পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।-ইত্তেফাক