বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪৭:৩২

বিলবোর্ড-পোস্টারে শহর নষ্ট করলে জরিমানা : মেয়র আতিক

বিলবোর্ড-পোস্টারে শহর নষ্ট করলে জরিমানা : মেয়র আতিক

ঢাকা : রাজধানীতে বিলবোর্ড ও পোস্টার লাগিয়ে শহর ন'ষ্ট করলে জ'রিমা'না করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

বিলবোর্ড ও পোস্টার লাগিয়ে শহর ন'ষ্ট করা ব্যক্তিদের হুঁ'শি'য়ার করে মেয়র বলেন, আমরা শহর ন'ষ্ট করার সা'হ'স করি কারণ জ'রিমা'না নেই। যে দেশে আইন আছে, সে দেশে ফাইনও থাকতে হবে। মানুষের মন জয় না করে বিলবোর্ড-পোস্টার দিয়ে নেতা হওয়া যায় না। বিলবোর্ড দিয়ে শহর ন'ষ্ট করলে জ'রিমা'না হবে।

আজ রাজধানীর বাড্ডায় সদ্য নির্বাচিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিপ্লব বড়ুয়া সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, বিপ্লব বড়ুয়ার মতো একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান তরুণকে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের দপ্তর সম্পাদক করা হয়েছে। মাত্র ৪৬ বছর বয়সেই এত সম্মানীয় পদে আসীন হয়েছেন তিনি। অথচ এই লোক রাস্তায় রাস্তায় পোস্টার দেননি, বিলবোর্ড বসাননি। শহরের সৌন্দর্য ন'ষ্ট করেননি। তবুও তিনি এই পদ পেয়েছেন কারণ তিনি মানুষের মন জয় করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে