নিউজ ডেস্ক: বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে একথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তিনি বলেন, পুরান ঢাকার ঐতিহ্যের সাথে মিল রেখে উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেবেন।
শেখ ফজলে সুর তাপস আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মেয়র পদে নির্বাচন করতে হলে তাকে এমপি পদ ছাড়তে হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সবুজ সংকেত পেয়েই তাপস দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এমনটি মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
তাপস মনোনয়ন কেনায় বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন পাচ্ছেন না-এমনটি মনে করছেন অনেকেই। বৃহস্পতিবার শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয় থেকে সাঈদ খোকন মনোনয়ন ফরম সংগ্রহ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। অঝোরে কেঁদে ফেলেন তিনি।