নিউজ ডেস্ক: নগরীর প্রায় রাস্তাই খানাখন্দে ভরা, তার ওপর জমে থাকা পানির কারণে যানবাহন চলাচলের সময় অসুবিধার সৃষ্টি হয়। অনেকসময় এসব গর্তের পানি ছিঁটে পড়ছে পথচারীর ওপর।
রাস্তায় ট্রাফিক সামলানোই তাঁর আসল কাজ। কিন্তু পথদুর্ঘ'টনা এড়াতে নিজের ডিউটির পাশাপাশি রাস্তায় খানাখন্দে ইট দিয়ে ভরাট করতে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তাকে।
আজ রবিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনের রাস্তার খানাখন্দের মধ্যে ইট দিচ্ছেন ওই এলাকার দায়িত্বে নিয়োজিত শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর আবুল বাশার।